৬ মাস নিষিদ্ধ হোপ সলো

Slider খেলা

28785_hope-solo

 

রিও অলিম্পিকসের এক ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়ে অসংযত মন্তব্য করে  শাস্তি পেলেন যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের সহঅধিনায়ক হোপ সলো। মার্কিন এ গোলক্ষককে আন্তর্জাতিক খেলায় ৬ মাসের নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন (ইউএস সকার)। রিও অলিম্পকসের কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে টাইব্রেকারে হার নিয়ে এবারের স্বপ্ন ভাঙে ২০১২ অলিম্পিকসের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের। আর কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হোপ সলো বলেন, এক দল ভীড়–র (কাওয়ার্ড) বিপক্ষে খেললাম আমরা। মাঠে তারা কেবল প্রতি-আক্রমণের আশায় ছিল। বৃহস্পতিবার ইউএস সকার প্রেসিডেন্ট সুনীল গুলাটি বলেন, সলোর মন্তব্যটা অগ্রহণযোগ্য। তবে নিষেধাজ্ঞা নিয়ে মনোক্ষুন্ন হোপ সলো ফেসবুক বার্তায় বলেন, খেলোয়াড় আমি মানুষ আমির চেয়ে আলাদা হবার নয়। আমি সত্যটাই বলি যা হয়তো অনেকের পছন্দ হয় না। ২০০ ম্যাচের তারকা হোপ সলোকে ছাড়াই আগামী মাসে থাইল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে যুক্তরাষ্ট্র নারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *