দীপন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার শামীমের’

Slider জাতীয়

file

 

ঢাকা: জাগৃতির প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার মইনুল হাসান শামীম। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান আজ এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শামীমের বিষয়ে তথ্য দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ডিএমপি। মাসুদুর রহমান জানিয়েছেন, মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল শামীমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীপন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ হত্যায় জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের প্রশিক্ষণের দায়িত্বে ছিল সে। পুলিশ জানিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার চারজন চার জনের মধ্যে শামীম একজন। বোমা তৈরির বিষয়ে তার প্রশিক্ষণ রয়েছে। গত বছরের ৩১শে অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ের ভেতরে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছেলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *