গাজীপুরে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্তের দাবি হাসান সরকারের

জাতীয় টপ নিউজ বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ

DSC08130

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস :  গাজীপুরের সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হাসান উদ্দিন সরকার  বর্তমান পুলিশ প্রশাসনকে মাদক নিয়ন্ত্রনের   উদ্যোগকে  স্বাগত জানিয়ে বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে গাজীপুর জেলার ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত ও দল মতনির্বিশেষে সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি করছি।

মাদক নিয়ন্ত্রন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত ও দল মত নির্বিশেষে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গাজীপুর বিএনপি।

বৃহসপতিবার বিকাল ৪টায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে গাজীপুর পৌর বিএনপি ওই মতবিনিময় সভার আয়োজন করে।

আলহাজ হাসান উদ্দিন সরকার আসন্ন ঈদ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের প্রতি আহবান জানান। ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাতে বাড়ি ফিরে পুনরায় কর্মস্থলে যেতে পারেন ওই দিকে কড়া নজর দেয়ার জন্য তিনি সরকারের নিকট জোর দাবি করেন।

গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ মাজহারুল আলম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক গোলাপ, গাজীপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুস সামাদ মোল্লা, গাজীপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুস সালাম শামীম, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিমুল ইসলাম মনির উরফে জি এস মনির, যুগ্ম সম্পাদক মোঃ মোতালিব হোসেন, খান জাহিদ,  জেলা ছাত্র দলের সহ-সমাজ কল্যান সম্পাদক নাজমুল খন্দকার সুমন ও সাবেক জিএস নূরে আলম, প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *