কর্মরত পুলিশ সদস্যরা আহত হলে বিনামূল্যে চিকিৎসা : স্বাস্থ্যমন্ত্রী

Slider টপ নিউজ সারাদেশ

file
ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দায়িত্ব পালনের সময়ে পুলিশ সদস্যরা আহত হলে সকল সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। বৃহষ্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশের আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোকলেসুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। নাসিম বলেন, কর্মরত অবস্থায় কোন পুলিশ সদস্য যদি আহত হন, তাহলে সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে এবং বেসরকারি হাতপাতাল গুলোতে তাদের ৫০ শতাংশ কমিশন দেয়ার ব্যবস্থা করা হবে। যে হাসপাতালগুলো পুলিশদের এই সুবিধা দিবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় অংশিক কার্যকর হয়েছে। এষনও কিছু খুনি দেশের বাইরে পালিয়ে আছে। যে সকল দেশে এসব খুনিরা পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। দেশে বিভিন্ন সময়ে পুলিশের ভূমিকার প্রসংশা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ সদস্যরা জীবন দিয়ে দেশের জন্য অবদান রেখেছেন। ২০১৩-১৪ সালে নিজেদের জীবন দিয়ে জ¦ালাও পোড়াও বন্ধ করেছেন। গুলশানে জঙ্গি হামলা ও শোলাকিয়ায় ঘটনায় পুলিশ জীবন দিয়ে নিজের গৌরব তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *