গাজীপুর নগর ভবনে গোপনীয় সভা সাংবাদিক প্রবেশে বাঁধা

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

2014-09-25 00.32.34

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: পানি সরবরাহ ও স্যানিটেশনের উপর গোপনীয় একটি অনুষ্ঠানে সাংবাদিক প্রবেশে বাঁধা দিয়েছেন কতিপয় ব্যাক্তি। অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও হুমকি দিয়ে তাদেরকে বের করে দেয়া হয়েছে।

বৃহসপতিবার বেলা ১২টায় গাজীপুর নগর ভবনের দ্বিতীয় তলার একটি সভা কক্ষে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র অবহিতকরণ সংক্রান্ত একটি কর্মশালা ওই হলরুমে শুরু হয়। কর্মাশালায় নির্ধারিত ৩/৪জন সাংবাদিককে আমন্ত্রন জানানো হয়।

নগর ভবনে গোপনীয় সভার সংবাদ পেয়ে এক ডজন সাংবাদিক অনুষ্ঠানস্থলে যায়। অনুষ্ঠানের প্রধান ফটকে কতিপয় অপরিচিত ব্যাক্তি সাংবাদিকদের প্রবেশ করতে নিষেধ করেন। একপর্যায়ে তারা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ফলে সাংবাদিকেরা অনুষ্ঠান গেট থেকে চলে আসেন।

পরবর্তি সময় গাজীপুর সিটিকর্পোরশেনের মেয়রের একান্ত সচিব প্রকৌশলী মুজিবুর রহমান ফিরে যাওয়া সাংবাদিকদের অনুষ্ঠানে যোগদানের অনুরোধ করলেও সাংবাদিকেরা যোগ দেন নি।

2014-09-25 00.30.30

খোঁজ নিয়ে জানা যায়, প্রকল্পের অর্থ লুটপাট করার জন্য একটি চক্র গাজীপুরে কর্মরত সাংবাদিকদের না জানিয়ে গোপনে ওই সভা করতে ছিলেন। এই চক্রের সঙ্গে বিএনপির জনৈক প্রভাবশালী নেতার ভাই জনৈক কাউন্সিলর নেতৃত্বে রয়েছেন। এছাড়া সন্ত্রাসী চাঁদাবাজী, সরকারী বেসরকারী জমি দখল, ভাওয়াল জাতীয় উদ্যানে মাদক ব্যবসা ও দেহ ব্যবসা সহ বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত দুই জন কথিত সাংবাদিক ওই কাজে সহযোগিতায় রয়েছেন।

সূত্র জানায়, বিএনপির শাষনামলে তারেক রহমানের লোক পরিচয়ে দাপটে চলা ওই দুই সাংবাদিক চরিত্র পরিবর্তন করে ক্ষমতাসীন দলের লোক পরিচয়ে এ ধরণের অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। একই সঙ্গে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে নিজ নির্বাচনী এলাকায় জন কল্যানের নামে অপরাধ কর্মকান্ডকে সহযোগীতা করার অভিযোগ রয়েছে। নিজের অপরাধ আড়াল করতে সত্য প্রকাশের ভয়ে সাংবাকিদের তিনি গালিগালাজ করেছেন।

এ সকল বিষয়ে গাজীপুর সিটিকর্পোরশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি। তিনি ওই সভায় রয়েছেন জানা গেছে।

প্রসঙ্গত; গাজীপুর নগর ভবনের প্রায়ই বিভিন্ন ধরণের গোপনীয় ও বিতর্কিত সভা অনুষ্ঠিত হয়। জনস্বার্থে ওই সকল অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে আড়াল করতে সাংবাকিদের জানানো হয়নি। সংবাদ পেয়ে সাংবাদিকেরা অনুষ্ঠানে গেলে প্রায়ই এ ধরণের ঘটনা ঘটে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *