ঢাকায় জেএমবির ৪ নারী সদস্য আটক

Slider জাতীয়

27364_cought

 

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির চার নারী সদস্যকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। রাজধানীর বিভিন্ন এলাকায় অবিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন জেএমবির নারী বিভাগের উপদেষ্টা। বাকিরা তার সহযোগী। আজ মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। র‌্যাব-৪ এর সিপিসি ১ এর অধিনায়ক মেজর সাইদ গণমাধ্যমের কাছে তাৎক্ষণিকভাবে আটকদের নাম প্রকাশ করতে রাজি হননি। তবে আজ মঙ্গলবার র‌্যাব-৪ এর মিরপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি। এর আগে গত জুলাই মাসে সিরাজগঞ্জে এবং টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ এই জঙ্গি দলের সাত নারী সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং উগ্র মতবাদের বই। টাঙ্গাইলে গ্রেপ্তার তিনজন জেএমবির আত্মঘাতী দলের সদস্য বলেও সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ বাংলাদেশে সাম্প্রতিক উগ্রপন্থিদের বিভিন্ন নাশকতার ঘটনায় জেএমবিকেই দায়ী করে আসছেন পুলিশ কর্মকর্তারা। গত কয়েক মাস ধরে নিখোঁজদের তালিকায় যারা জঙ্গিবাদে জড়িয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, তাদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *