কুলিয়ারচরে ইমামকে শ্বাসরোধে হত্যা, বস্তাবন্দী লাশ উদ্ধার

Slider গ্রাম বাংলা

27226_ksrg

 

কুলিয়ারচরে হাফেজ মো. মিজানুর রহমান খোকন (২৮) নামে এক ইমামকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ইমামকে হত্যার পর বস্তাবন্দী অবস্থায় তার লাশটি মোটরসাইকেলে করে অন্যত্র নিয়ে যাওয়ার পথে স্থানীয়দের নজরে এলে লাশ ও মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লাশ উদ্ধারের সময় নিহতের হাত-পা নেট জাল দিয়ে বাঁধা ছিল। এছাড়া লাশের গলায় দাগ রয়েছে বলে জানা গেছে। নিহত হাফেজ মো. মিজানুর রহমান খোকন কোনাপাড়া পাঞ্জেগানা মসজিদের ইমাম। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বাসিন্দা। উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী জানান, জাতীয় শোকদিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের আয়োজন করা কাঙালি ভোজ রান্না করার প্রস্তুতি শেষে সোমবার ভোর সাড়ে তিনটা-চারটার দিকে দলীয় কয়েকজন নেতাকর্মী বিশ্রামের জন্য কোনাপাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের শব্দ পেলে তারা টর্চ ধরেন। এ সময় তাদের টর্চের আলো মোটর সাইকেলের উপর পরতেই ভারী বস্তা বহন করা মোটর সাইকেলটিতে থাকা দুর্বৃত্তরা বস্তাটি ও মোটর সাইকেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে তারা মোটর সাইকেলের কাছে গিয়ে বস্তাটি পরীক্ষা করে সেটিতে কোন মানুষ থাকতে পারে বলে ধারণা করেন। এ সময় তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তা খুলে ইমাম মিজানের লাশ দেখতে পান। এ সময় তার হাত-পা নেট জাল দিয়ে বাঁধা ছিল এবং গলায় শ্বাসরোধের দাগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধারের পর মোটর সাইকেলটিকে জব্দ করে বলেও জানান ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী। এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *