নিউইয়র্কে উপোস থাকবেন মোদী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

42906_itit
গ্রাম বাংলা ডেস্ক: নিউইয়র্ক সফরের সময় নরেন্দ্র মোদী ধর্মীয় কারণে উপবাসব্রত পালন করবেন। ৪০ বছর ধরে পালন করে আসা রীতি বজায় রাখতেই আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর এই নয়দিন উপোস পালন করবেন নরেন্দ্র মোদী। এ ৯দিন লেবু-পানি এবং দিনে মাত্র এক কাপ চা ছাড়া আর কোনও খাদ্যই গ্রহণ করবেন না তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ‘নবরাত্রি’তে উপোস পালন করা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি। নবরাত্রি একটি সংস্কৃত শব্দ যার অর্থ ‘নয় রাত্রি’। মূলত দেবী দুর্গাকে সন্তুষ্ট করতেই হিন্দু ধর্মাবলম্বীরা এই রীতি পালন করে থাকেন। কাকতালীয়ভাবে যুক্তরাষ্ট্র সফরের সময়সূচির সঙ্গে মিলে গেছে নবরাত্রির সময়।
এদিকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন। এই বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হরেছে ভারত। গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রকে বিফিংয়ের সময় পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। ফলে দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক। তাই এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে কি ধরণের বিষয় নিয়ে আলোচনা হবে সে ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশ ও ভারত উভয় দেশ একই ধরনের উদ্বেগের শরিক। ফলে দুই দেশের দুই নেতার মধ্যে প্রথম বৈঠকে এসব বিষয় নিয়েই আলোচনা হবে। শেখ হাসিনা ছাড়াও মোদী নিউইয়র্ক সফরে শ্রীলংকা ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাদা আলাদা বৈঠক করবেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে মোদীর বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্র এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে আগাম বার্তাও পাঠিয়েছে। একইভাবে মোদীও বার্তা পাঠিয়েছেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছাড়াও বাংলাদেশ, আফগানিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়েও আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *