ছুটি কাটাতে সুইজারল্যান্ডে বৃটিশ প্রধানমন্ত্রী

Slider লাইফস্টাইল সারাবিশ্ব

26679_theresa-may

 

ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে গ্রীষ্মকালীন অবকাশ যাপনে সুইজারল্যান্ডে গেছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রেক্সিট গণভোটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন ১৩ই জুলাই। ওইদিনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তেরেসা মে। প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে অবকাশ কাটাতে যাচ্ছেন। তিনি বৃটেনে ফিরবেন আগামী ২৪শে আগস্ট। এর আগে ২০০৭ সালের আগস্টে তেরেসা মে টেলিগ্রাফ পত্রিকাকে সুইজারল্যান্ড প্রীতির কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি ও তার স্বামী ফিলিপ দু’জনে ওই দেশটিতে খুব আনন্দ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, আমরা প্রথমবার প্রায় ২৫ বছর আগে সুইজারল্যান্ড সফরে গিয়েছিলাম। কিন্তু তখন বেশির ভাগ সময় কাটিয়েছিলাম লুসারনে। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই তাকে খুব ব্যস্ত সময় পার করতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *