মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আট জনের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বুধবার বেলা ১১টার দিকে ৭৬৮ পৃষ্ঠা রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেয়া রায়ে সাখাওয়াত হোসেনকে মৃত্যুদন্ডের সাজা দেয়া হয়েছে। অপর সাত আসামীকে আমৃত্যু কারাদন্ডের সাজা দেয়া হয়। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন, বিচারপতি সোগরাওয়ার্দী ও বিচারপতি শাহিনুর ইসলাম। ৮ আসামির বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার পাঁচটি অভিযোগ দায়ের করেছিল প্রসিকিউশন। রায় ঘোষণার সময় আসামী সাখাওয়াত হোসেন ও মো. বিল্লাল হোসেন বিশ্বাস আদালতে হাজির ছিলেন। অপর আসামীরা হলেন, ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং আব্দুল খালেক। তারা পলাতক রয়েছেন। আরেক আসামি লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় মারা গেছেন।