লিবিয়ায় আইএসকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলা

Slider বাংলার মুখোমুখি

25201_b1

 

লিবিয়ার সিত্রে শহরে আইএসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান। দেশটিতে আইএসের বিরুদ্ধে এটাই মার্কিনিদের প্রথম বিমান হামলা। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়া সরকারের অনুরোধেই এই হামলা চালানো হয়েছে। লিবিয়ার ঐকমত্যের সরকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, এই হামলার আগ পর্যন্ত লিবিয়াতে আইএসের বিরুদ্ধে কোনো হামলা চালায়নি মার্কিন বাহিনী। সোমবারের বিমান হামলা ছিল লিবিয়াতে মার্কিনিদের প্রথম হামলা। দেশটির প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, ‘আইএসের সুনির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে আমেরিকার যুদ্ধবিমান। সিত্রে শহরে চালানো এই হামলায় আইএসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) নামে পরিচিত লিবিয়ার ঐকমত্যের সরকারের অনুরোধেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার রোজিল্যান্ড জর্ডান ওয়াশিংটন ডিসি থেকে জানিয়েছেন, সিত্রে এলাকায় নানা ধরনের ফাঁদ, মাইন ও রাস্তার পাশে বোমা পেতে রাখে আইএস। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্যই লিবিয়ার সামরিক বাহিনী আকাশপথে হামলা পরিচালনায় সহায়তা চায় আমেরিকার কাছে। জর্ডান বলেন, ‘সিত্রে শহর আইএস খুব ভালোভাবে দখলে নিয়েছে এবং লিবিয়ার সামরিক বাহিনীর জন্যও তাদের খুঁজে পাওয়াকে কঠিন করে তুলেছে। লিবিয়ান সৈন্যদের এগিয়ে যাওয়ার জন্য তাই আকাশপথেই হামলা করা দরকার ছিল।’ শহরটির মধ্যভাগে লড়াই চালানোও কঠিন। কেননা, এই এলাকায় বেসামরিক জনগণের উপস্থিতিও অনেক বেশি। এদিকে পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেন, জিএনএ’র সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লিবিয়ায় আরো হামলা চালানো হবে। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবেই আক্রমণ করা হবে।’ সিত্রে শহরটি লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির নিজস্ব শহর। শহরটি গত বছরের জুন মাসে দখলে নেয় আইএস। এরপর এ বছরের মে মাস থেকে শহরটি দখলের প্রচেষ্টা চালিয়ে আসছে সরকার। এই শহরটি দখল করতে পারলে লিবিয়ায় আইএসের বিরুদ্ধে সরকারের বড় ধরনের জয় বলেই বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *