সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর কারাগার থেকে মুক্তিলাভ নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছে কারারক্ষীদের। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিপু হাইকোর্ট থেকে জামিন পান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন জেনে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। তখন তারা নানা স্লোগান দিতে থাকেন। কারারক্ষীরা তাদের নীরব থাকতে বলেন। ছাত্রলীগ নেতারা কারারক্ষীদের কথা না শুনে স্লোগান দিতেই থাকেন। এতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন ফটো সাংবাদিকসহ ১০ নেতাকর্মী আহত হন।
আহত সাংবাদিকেরা হলেন- আনিস মাহমুদ, মামুন ও শহীদুল ইসলাম। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি রহমত উল্লাহ জানান, এটি কারা কর্তৃপক্ষের আওতায় থাকায় তারাই দেখবেন।