সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে মসজিদের ইমাম গ্রেপ্তার

Slider ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি

23135_jmb

 

সিরাজগঞ্জের তাড়াশ থেকে মো. আতাউল্লাহ ওরফে বাহাদুর (৩০) নামে এক মসজিদের ইমামকে জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারী গ্রামের আমতলী বাহারউদ্দিন পাড়ার ইউসুফ আলীর ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে জিহাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, সোমবার ভোরে আতাউল্লাহকে তাড়াশ মাদ্রাসা পাড়ার আনিসুর রহমানের বাড়ি থেকে আটক করা হয়। গত মার্চে বগুড়ার শেরপুরে এক বাড়িতে বোমা বানাতে গিয়ে ২ জেএমবির সদস্য নিহত হন। এর মধ্যে নিহত জেএমবি সদস্য সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের তরিকুলের বোন জামাই হচ্ছে আতাউল্লাহ। তিনি আত্মগোপনে থেকে জেএমবি সদস্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে বেশ কিছু জিহাদী বই ও লিফলেট গ্রেপ্তার করেন। সে স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। তাকে পুলিশ সুপার কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *