ট্যানারি না সরানো পর্যন্ত প্রতিদিন জরিমানা ১০ হাজার টাকা

Slider জাতীয়

file

 

পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারির কারখানা না সরানো পর্যন্ত মালিকদের প্রতিদিন ১০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ ট্যানারি মালিকদের করা এক আবেদনের নিষ্পত্তি করে এ আদেশ দেন।
আইনজীবী মনজিল মোরসেদ  জানান, পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে ট্যানারি মালিকদের ১০ হাজার টাকা করে জমা দিতে হবে। এর মধ্যে অর্ধেক টাকা বাংলাদেশ ন্যাশনাল লিভার ফাউন্ডেশনকে জমা দিতে বলা হয়েছে। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এর আগে সাভারে না সরানো পর্যন্ত হাইকোর্ট ১৫৪টি ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে ট্যানারি মালিকদের সংগঠন আপিল বিভাগে আপিল করেন। হাজারীবাগ থেকে ট্যানারি-শিল্প সরিয়ে নিতে ২০০১ সালে হাইকোর্ট রায় দেন। এরপর কয়েক দফা এই সময়সীমা বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *