গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ অবৈধ ছিল’

Slider ফুলজান বিবির বাংলা

22975_ms

 

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গুলশান হামলার শিকার হওয়া আলোচিত রেস্তোরাঁ হোলি আর্টিজান বেকারি অবৈধভাবে চলছিল। আজ রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনুমতি না নিয়েই অবৈধভাবে এ রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছিল। এ অপরাধে এর মালিকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আবাসিক প্লট ও ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ এবং উচ্ছেদের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অবৈধ উচ্ছেদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত রয়েছে। এবার আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেব। মন্ত্রী বলেন, ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার অবৈধ বাণিজ্যিক স্থাপনার বিদ্যুৎ-গ্যাস-পানিসহ অন্যান্য সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হবে। বিদ্যুৎ-পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি অবৈধ স্থাপনাগুলোর উচ্ছেদ কার্যক্রম আরো জোরদার করা হবে। এ বিষয়ে আমরা আরো হার্ডলাইনে যাব। আজকের বৈঠকের পর উচ্ছেদ অভিযান জোরদার করা হবে। তবে এ ক্ষেত্রে সেবা সংস্থা বিশেষ করে  হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে সময় দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এই বিভাগের সর্বাধিক পঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *