পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় স্থানীয়রা নাসির উদ্দিন শেখ (২০) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাসির উদ্দিন শেখ তার ফেসবুক আইডিতে ‘পত্তাশী ইউনিয়ন ছাত্রদল’ নামে একটি পেজে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করে। পরে স্থানীয়রা তা দেখে নাসিরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
জিয়ানগর থানার ওসি একেএম নিজামুল হক জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, রাতে তথ্য প্রযুক্তি আইনে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।