সন্ত্রাসবাদ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সুষমার

Slider সারাবিশ্ব

 

010_222936

 

 

 

 

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

 তিনি বলেন, ‘বাংলাদেশের এই উদ্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকবে ভারত।’

শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে দেওয়া এক চিঠিতে এই কথা জানান তিনি।

১ জুলাই গুলশান ও বৃহস্পতিবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর এ  চিঠি দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সুষমা স্বরাজ বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে এবং সর্বস্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ের উদ্যোগ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এসব হামলা প্রমাণ করে সন্ত্রাসবাদের কোনো ধর্ম বা বিশ্বাস নেই।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা ব্যক্ত করেন, ‘এসব হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *