মসজিদে নববীর বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

Slider সারাবিশ্ব

 

 

21659_medina-mosque-bomb

 

 

 

 

 

 

মদিনায় পবিত্র মসজিদে নববীর বাইরে ও কাতিফে একটি শিয়া মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। অনলাইন আল জাজিরা এ খবর দিয়েছে। এতে বলা হয়, নিহতরা সবাই নিরাপত্তা রক্ষী। মদিনায় ইসলামের দ্বিতীয় পবিত্র শহর। এ শহরেই রয়েছে মসজিদে নববী। এই সেই মসজিদ, যেখানে হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক রয়েছে।  সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার কথা নিশ্চিত করেছে। সামাজিক মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, মসজিদে নববীর ঠিক বাইরে হামলায় সৃষ্ট ধোঁয়া ছড়িয়ে পড়েছে। গতকাল মাগরিবের নামাজের ঠিক আগে এ হামলা করা হয়। এ সময় মসজিদে নববীর ভিতরে রোজাদাররা ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের একজন দক্ষিণ আফ্রিকার কারী জিয়াদ প্যাটেল (৩৬)। তিনি ছিলেন মসজিদে নববীর ভিতর। তিনি বলেছেন, মাগরিবের আযান দেয়ার সঙ্গে সঙ্গে তিনি বিস্ফোরণের শব্দ পেয়েছেন। এ সময় অনেকেই ভেবেছিলেন ইফতারের সময় জানান দিতে রীতি অনুযায়ী এটা হয়তো কোন প্রচলিত শব্দ। উেেল্লখ্য, ইফতারের সময় কামানের গোলা ছুড়ে জানান দেয়া হয়। কিন্তু পরক্ষণেই জিয়াদ বুঝতে পারেন মাটি কাঁপছে। তিনি বার্তা সংস্থা এপি’কে বলেছেন, সেই কম্পন শক্তিশালী হতে থাকে। মনে হয় একটি ভবন বিস্ফোরিত হচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল আল একবারিয়া বিস্ফোরণের পর মসজিদে নববী থেকে সরাসরি সম্প্রচার করতে থাকে। তাতে দেখা যায়, হাজার হাজার প্রার্ণনাকারী মসজিদের ভিতর আল্লাহর কাছে প্রার্থনায় মশগুল। ওদিকে মদিনায় যখন বিস্ফোরণ হয়েছে ঠিক একই সময় পূর্বাঞ্চলীয় শহর কাতিফে একটি মসজিদের কাছে দুটি বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওই মসজিদটি শিয়া মতাবলম্বীদের। তার বাইরে আত্মঘাতী বোমা হামলা চালায়  এক ব্যক্তি। তবে এতে কেউ হতাহত হয় নিন। আত্মঘাতী হামলার ফলে হামলাকারীর শরীর টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে সেখানে। নাসিমা আল শাদা নামে একজন বাসিন্দা বলেছেছন, মসজিদের কাছে একজন আত্মঘাতী নিজেকে উড়িয়ে দিয়েছে বিস্ফোরণ ঘটিয়ে। তৃতীয় একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মসজিদের পাশে পার্ক করে রাখা একটি গাড়ি একটি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ হামলা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করে নি। ওদিকে সোমবার সকালে রিয়াদে লোহিত সাগরেরর তীরে মার্কিন কনস্যুলেটের কাছে আত্মঘাতী হামলা চালিয়ে নিজেকে উড়িয়ে দেয় এক হামলাকারী। এতে দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। নিরাপত্তা কর্মীরা সন্দেহ করছেন ড. সুলাইমান ফাকিহ হাসপাতালের গাড়ি পার্কিংয়ের কাছে একজন মানুষ এ হামলা চালায়। এ স্থানটি সরাসরি মার্কিন কূটনৈতিক মিশনের উল্টো পাশে। হামলাকারীকে সন্দেহ হলেল নিরাপত্তা রক্ষীরা তাকে জিজ্ঞাসাবাদ করতে এগিয়ে যান। এ সময় সে আত্মঘাতী হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *