‘উগ্র সন্ত্রাসবাদ বিস্তারের বিষয়টিকে আর ছোট করে দেখার অবকাশ নেই’

Slider রাজনীতি

21261_earshad

 

 

 

 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এদেশে উগ্র সন্ত্রাসবাদ বিস্তারের বিষয়টিকে আর ছোট করে দেখার অবকাশ নেই। এটি এখন ব্যাক্তি নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না। সন্ত্রাসবাদমুক্ত নিরাপদ দেশ হিসেবে আমাদের পরিচয় আজ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ। বহিরবিশ্বের সঙ্গে বাণিজ্য, দেশী/বিদেশী বিনিয়োগ, পর্যটন ছাড়াও দ্বিপাক্ষিক যেকোন সম্পর্ক ও কর্মকান্ডে এর নেতীবাচক প্রভাব পড়বে, ধরে নেয়া যায়। এ প্রেক্ষিতে, দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির সম্মুখিন। ফলশ্রুতিতে সাধারণ মানুষের ভুগান্তি হবে অপরিশীম।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ আরো বলেন, এধরণের উগ্র সন্ত্রাসবাদ একটি জটিল সমস্যা। সমাধানে দেশবাসীর ঐক্য জরুরী। ঐকান্তিকভাবে সম্মিলিত প্রয়াস ছাড়া লক্ষ্য অর্জন শুধু কষ্টসাধ্য নয় প্রায় অসম্ভব বলা যায়। এধরণের ব্যাপক, বেপরোয়া ও পরিকল্পিত সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখা গেলো। একইসাথে ক্রমাগতভাবে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত- পাদ্রি- সেবায়িত হত্যাকান্ডের ঘটনা ঘটেই যাচ্ছে। এধরণের ঘটনাবলী আমাদের অস্তীত্বকে হুমকির সম্মুখিন করে তুলছে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করার জন্য কয়েকদিন আগে আমি সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম। অদ্ভুত পরিস্থিতিতে আবারও সেই আহ্বান পুনর্ব্যক্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *