আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন আকন কুদ্দুস ও আবদুল আওয়াল খান।
আবুল খায়ের ভূঁইয়া জানান, বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছার কার্ডটি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সুবহান গোলাপের কাছে হস্তান্তর করা হয়েছে।