বিক্ষোভ সমাবেশ থেকে সরে গেল বিএনপি

Slider রাজনীতি

2016_04_19_20_38_16_8mF6HzTi2oYlar5FShNKpABHasjJKc_original

 

 

 

 

ঢাকা : জঙ্গি দমনের নামে পুলিশের সাঁড়াশি অভিযানে সারাদেশ থেকে হাজার হাজার ‘নিরীহ’ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে দলটির।

গত বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তবে রাজধানী ঢাকায় কর্মসূচির তারিখের পাশাপাশি কর্মসূচির ধরনেও আনা হয়েছে পরিবর্তন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৮ জুন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এখন বিক্ষোভ সমাবেশের পরিবর্তে আগামী ২০ জুন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে মহানগর বিএনপি।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে ঢাকায় কর্মসূচির ধরন ও তারিখ পরিবর্তন করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *