‘জনগণকে জিম্মি করে শেখ হাসিনা দেশ চালাচ্ছেন’

Slider জাতীয় টপ নিউজ

file

 

জনগণকে জিম্মি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাচ্ছেন―এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, অস্ত্র ও সংঘাত নয়। শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করা হবে। অচিরেই দেখা যাবে জনগণ কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করে। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগই দেশে পরিকল্পিতভাবে টার্গেট কিলিং করছে। দেশে এখন যেসব হত্যাকা- ঘটছে তা প্রধানমন্ত্রী জানলে খুনিদের ধরছেন না কেন? আসলে খুনিদের বিষয়ে প্রধানমন্ত্রী জানেন বলেই তাদের ধরছেন না। বরং তাদের বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। ইফতারে বিএনপি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন। মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন―বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ। এ ছাড়া ইফতার মাহফিলে বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আজম খান, সাবেক ছাত্রনেতা আতাউর রহমান ঢালী, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, জামায়াতে ইসলামীর মশিউল আলম ভূঁইয়া, শামীম বিন সাঈদী, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভূঁইয়া, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম অংশ নেন। একই স্থানে আজ ২০ দলীয় জোট শরিক এলডিপির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *