গাজীপুরে তুরাগ নদীর অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

10312417_753570638007010_5366899366410352934_n
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : উচ্চ আদালতের নির্দেশে গাজীপুরের তুরাগ নদীতে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করেছে গাজীপুর জেলা প্রশাসন।

বুধবার দুপুর থেকে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে তুরাগ নদীর ধৌড় এলাকায় বাদাম মৌজায় উচ্ছেদ কার্যক্রম শুর করা হয়। এখানে একটি কারখানা সহ বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ কাজে জেলা প্রশাসনের কর্মচারী ও শতাধিক শ্রমিক অংশ নেয়।

উচ্ছেদ কাজে বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সহযোগিতা করছে। অভিযানে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আব্দুল্লাহ সাজ্জাত, সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন, উচ্চ আদালতের নির্দেশে পূর্বে উচ্ছেদ করা হলেও দখলদাররা পুনরায় দখল নিয়েছে। একারণে আমাদের উচ্ছেদ অভিযান আবার শুরু হয়েছে। সকল অবৈধ দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *