প্রধান বিচারপতির ইফতার মাহফিলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যোগদান

Slider বাংলার আদালত

file

রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আয়োজিত এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই বিভিন্ন টেবিলে টেবিলে ঘুরে আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ মোনাজাত পরিচালনা করেন।

মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সাবেক প্রধান বিচারপতিবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, তিনবাহিনী প্রধানগণ, এ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ ইফতার মাহফিলে যোগদান করেন।

এর আগে, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং আইনমন্ত্রী আনিসুল হক তাঁদের স্বাগত জানান।

 

– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/126826#sthash.Tqz0tlm4.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *