২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩১৯২

Slider জাতীয় রাজনীতি

17982_greptar

 

 দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৭ ‘জঙ্গি’সহ ৩ হাজার ১৯২জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত জঙ্গিদের মধ্যে ২৭ জন জেএমবি, ৭ জন জেএমজেবি এবং বাকি ৩ জন অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্য বলে পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, জঙ্গি বিরোধী অভিযানে ঢাকা রেঞ্জের গাজীপুর জেলা ১ জন জেএমবি, ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ জেলা ১ জন জেএমবি, শেরপুর জেলা ১ জন জেএমবি, রাজশাহী রেঞ্জের রাজশাহী জেলা ৭ জন জেএমজেবি, ২ জন জেএমবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩ জন জেএমবি, সিরাজগঞ্জ জেলা ১ জন জেএমবি, বগুড়া জেলা ১১ জন জেএমবি, খুলনা রেঞ্জের নড়াইল জেলা ১ জন জেএমবি, রংপুর রেঞ্জের দিনাজপুর জেলা ২ জন জেএমবি, গাইবান্ধা জেলা ১ জন জেএমবি, কুড়িগ্রাম জেলা ২ জন জেএমবি, ডিএমপি, ঢাকা ৩ জন এবং আরএমপি, রাজশাহী ১ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যদের কাছ থেকে ১টি শুটারগান, ১ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গান পাউডার, ১৫টি ককটেল, ২১টি জেহাদী বই এবং ১৫টি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, ২৭ জঙ্গিসহ দেশব্যাপী গত ২৪ ঘন্টায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলায় মোট ৩ হাজার ১৯২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি ছাড়া গ্রেপ্তারকৃত অন্যান্যদের মধ্যে গ্রেফতারী পরোয়ানা মূলে ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন এবং মাদক উদ্ধার মামলায় ৩৫৮ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় সারা দেশে ৭৫৭টি মোটর সাইকেল আটক করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *