বন কর্মকর্তার উপর যুবলীগ নেতার হামলা

Slider জাতীয়

 

 

17841_eee

 

 

 

বরগুনার আমতলী উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুল হাই’কে মারধর করেছে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া বাঁধ বাগানের সরকারী গাছ কেটে নিতে বাঁধা দেয়ায় স্থানীয় প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি  কামাল মৃধার নেতৃত্বে এই হামলা চালানো হয়। বন বিভাগ ও  এলাকাবাসী সূত্রে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামের আছমত আলী মৃধার ছেলে কামাল মৃধার নেতৃত্বে ৫-৬ জন লোক শুক্রবার সকাল ১০টার দিকে হরিদ্রাবাড়িয়া গ্রামের সরকারী বাঁধ বাগানের ৭টি আকাশ মনি গাছ কেটে নেয়। খবর পেয়ে বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি গাছ কাটতে বাঁধা দেয় এবং কাটা গাছ জব্দ করা শুরু করেন। এসময় আকস্মিক কামাল মৃধা এসে বন কর্মকর্তা আব্দুল হাইকে জামার কলার ধরে টেনে হেচরে মারধর শুরু করেন। এক পর্যায়ে বন কর্মকর্তা মাটিতে লুটিয়ে পরেন। আব্দুল হাইয়ের ডাক চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী ছুটে এসে বন কর্মকর্তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় আমতলী হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: তাপস চন্দ্র মন্ডল জানান, বন কর্মকর্তার নাকে মুখে এবং কানে আঘাতের চিহ্ন রয়েছে।  আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *