গাজীপুর অফিস: পাবলিক সার্ভিস এ জনবান্ধব, সৃষ্টিশীল পদক্ষেপ গ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে ভুমিকা রাখায় পুরস্কার পেলো গাজীপুর ট্রাফিক বিভাগ । গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব জনাব মোঃ আবুল কালাম আজাদ নিজের ব্যক্তিগত স্ট্যাটাস ও পাবলিক সার্ভিস ইনোভেশন গ্রুপে স্ট্যাটাস দিয়ে বিজয়ীদের শুভেচ্ছা জানান ।
গাজীপুর ট্রাফিক বিভাগ Best Awareness Building Initiative Through Faebook ক্যাটাগরি মে’১৬ মাসে বিজয়ী হয় । প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ফেসবুক পেজ মনিটর করে তাদের কার্যক্রম বিবেচনা করে প্রতিমাসে এই পুরস্কার ঘোষনা করে ।
গাজীপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে (facebook.com/trafficgazipur) দুই বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরণের সচেতনামূলক পোষ্টের পাশাপাশি পাবলিক সার্ভিসে কে জনবান্ধব করার কাজ করছে । সাধারণ মানষ যাতে সহজে বুঝাতে পারে এজন্য সম্প্রতি সার্জেন্ট ও নিম্ন পদধারীদের দুই রং এর আলাদা জ্যাকেট সরবরাহ করেছে ট্রাফিক বিভাগ গাজীপুর । এরই ফলশ্রুতিতে এ্ পুরস্কার পেয়েছে গাজীপুর ট্রাফিক বিভাগ ।