গাজীপুরে হত্যা মামলায় তিন জনের ফাঁসি

Slider টপ নিউজ বাংলার আদালত

images (1)

 

গাজীপুর অফিস: গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত প্রথম আদালত কাপাসিয়া থানার একটি হত্যা মামলার রায়ে  তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছেন।

বৃহসপতিবার বেলা সোয়া ১২টায় গাজীপুর আদালতে ওই রায় ঘোষনা হয়।

দন্ডিতরা হলেন, কাপাসিয়া থানার সালদৈ গ্রামের   আতাউর রহমান, আলম হোসেন ও মোঃ ইউসুফ। মামলার বাদী একই গ্রামের আব্দুল বাতেন বেপারী।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সনের ৫সেপ্টেম্বর বাদীর ছেলে মোঃ গিয়াস উদ্দিন(১৫) অপহরণ হয়  ৫০ হাজার টাকা মুক্তিপনের দাবিতে ।পরবর্তি সময় ভিকটিমের লাশ উদ্ধার হয়। এই ঘটনায় মামলা হয়। দীর্ঘ দিন বিচার কার্য চলার পর আজ আদালত এই রায় দেয়। রায়ে জজ মিয়া ও সমেজা খাতুন নামে দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *