আয়ু ফুরাতে চলেছে সেই বিখ্যাত ‘ম্যাগনোলিয়া’ গাছটির

Slider সারাবিশ্ব
grambangalnews24.com
grambanglanews24.com

 

 

 

অবশেষে আয়ু ফুরাতে চলেছে হোয়াইট হাউসের ২০০ বছরের পুরনো ম্যাগনোলিয়া গাছটির৷ অন্তত ৩৩ জন প্রেসিডেন্টের শাসন দেখেছে এই গাছ৷ সেই সঙ্গে আমেরিকান গৃহযুদ্ধ আর দুইটি বিশ্বযুদ্ধের সাক্ষী৷

বিবিসি জানাচ্ছে, আর থাকবে না ম্যাগনোলিয়া গাছটি৷ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গাছটি কেটে ফেলার নির্দেশ দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, পুরনো গাছটি কোনওভাবেই আর বাঁচিয়ে রাখা যাবে না৷ সেই কারণে ঐতিহাসিক গাছটির বীজ সংরক্ষণ করা হবে৷

বিশেষজ্ঞরা বলছেন, এখন এই গাছটি খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি রাখা নিরাপদও নয়। তাই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অনুরোধে গাছটির বড় একটি অংশ কেটে ফেলা হবে।

মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন তাঁর প্রয়াত স্ত্রী ব়্যাচেল জ্যাকসনের স্মরণে ম্যাগনোলিয়া গাছটি রোপন করেছিলেন৷ তারপর থেকে হোয়াইট হাউসের অন্যতম আইকন হিসেবে এটি পরিচিত হয়৷ বিবিসি বলেছে একসময় ২০ ডলারের নোটেও এই ম্যাগনোলিয়ার ছবি ছিল৷

মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, পুরাতন গাছটি হোয়াইট হাউসের দর্শনার্থী আর সংবাদকর্মীদের উপর ভেঙে পড়তে পারে৷ ফলে বড়সড় দুর্ঘটনাও ঘটার আশঙ্কা থাকছে৷

১৯৭০ সালে ম্যাগনোলিয়া গাছটির একটি বড় অংশ প্রথমবার ভেঙ্গে পড়েছিল। তখন সেটি সিমেন্ট দিয়ে ঘিরে দেয়া হয়। এর বছর দশেক পর গাছটি রক্ষা করতে বড় পোল আর তার দিয়ে বেধে দেয়া হয়। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে খবর প্রকাশিত হয় যে, গাছটি পুরোপুরি কৃত্রিম সহায়তায় টিকে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *