নাশকতার সাত মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আজ হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তার আবেদনের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আদালতে মিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মাদ আলী। এসময় আদালতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। গত রোববার এ সকল মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন তিনি। আইনজীবী রাগিব রউফ বলেন, রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মোট ২৮টি মামলা আছে। তার মধ্যে ২২ মামলায় তিনি জামিন পেলেন। বাকি ছয় মামলায় জামিন পেলে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।