২৫ লাখ নতুন গ্রাহকের ঘরে যাচ্ছে বিদ্যুৎ

Slider জাতীয়
29072012024528pmelectricity_215573
পল্লী অঞ্চলের ২৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এই পল্লী বিদ্যুতায়ন সংযোগ প্রকল্পে ব্যয় হবে ১২শ’ ২৮ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পল্লী বিদ্যুতায়ন সংযোগ প্রকল্পসহ ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

এই ছয় প্র্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৭৪৪ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ১৫৪ কোটি ৮০ লাখ টাকা ও বৈদেশিক সহায়তা হিসেবে পাওয়া যাবে এক হাজার ৫৯০ কোটি ৯ লাখ টাকা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন, বিদ্যুতের চাহিদা পূরণ এবং ২৫ লাখ নতুন গ্রাহককে সংযোগ প্রদান করা হবে। এ প্রকল্পে ১২শ’ ২৮ কোটি টাকা ব্যয় হবে। এ প্রকল্প বাস্তবায়নে এআইআইবি ব্যাংক ৭শ’ ৭১ কোটি টাকা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *