গাজীপুরে ২হাজার ২৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক-২

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

gazipur police-arrest-2persons
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: কালিয়াকৈর থানা পুলিশ এক ফ্যাক্টরীর ভেতরে দন্ডায়মান একটি ট্রাকের চালকের সীটের নীচ থেকে ২ হাজার ২৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, ট্রাক চালক মোঃ রাসেল(২৭) পিতার রশিদ। সাং বড় বাড়িয়া। থানা জেলা ঝিনাইদহ। এবং হেলপার ইদ্রিস আলী(৩২) পিতা রাজ্জাক। সাং মোল্লা ডাঙ্গা। থানা কালিগঞ্জ জেলা ছিনাইদহ।

শনিবার বিকাল সাড়ে ৫টায় গাজীপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত দত্ত সাংবাদিক সম্মেলনে ওই তথ্য জানান।

সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৪টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পূর্ব চান্দনা এলাকায় অবস্থিত ঢাকা ফিড মিল নামক ফ্যাক্টরীতে একটি ট্রাক নং পিরোজপুর ট-১১-০০২০ তল্লাসী করা হয়। তল্লাসীকালে ট্রাক চালকের সীটের নীচ থেকে ওই ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ আজহারুল ইসলাম তালুকদার ওই অভিযানে নেতৃত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *