রাজধানীতে খালেদার তবারক বিতরণ

Slider রাজনীতি

 

16196_12

 

 

 

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মধ্যে তবারক বিতরণ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সাড়ে ১২টার দিকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তবারক বিতরণ কর্মসূচী শুরু করেন। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে খাবার বিতরণ করেন। বেলা ১২টার দিকে প্রথমে মানিক মিয়া এভিনিউ টিঅ্যান্ডটি মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর  বিএনপি চেয়ারপারসন মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি, কলাবাগান, আজিমপুর, পুরান ঢাকার লালবাগ, মৌলভীবাজার, বংশাল, জজ কোর্টের সামনে, নয়াবাজার, গুলিস্তানসহ অন্তত ২০টি পয়েন্টে খাবার বিতরণ করেন তিনি। এরপর হাইকোর্টের মাজারের সামনে, বিজয়নগর, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়, শান্তিনগর, শাহজাহানপুর, মতিঝিল ও বাংলামোটরসহ আরও ১২টি পয়েন্টে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, শামা ওবায়েদ, তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *