ভেনেজুয়েলায় বন্দুক হামলায় নিহত ১১

Slider সারাবিশ্ব

2016_05_30_11_19_49_ySNYh45Ca2RDD9dYhPOwJhM7ZkRzyT_original

 

 

 

 

ঢাকা: ভেনেজুয়েলায় শনিবার বন্দুক হামলায় তিন কিশোর ও এক কলম্বিয়ান নাগরিকসহ ১১ জন নিহত হয়েছেন। দেশটির টুরিল্লোজো প্রদেশে ওই হামলাটি ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ওই কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানাচ্ছে, কয়েকজন অজ্ঞাতনামা বন্দুকধারী শনিবার নিহতদের ঘরবাড়িতে গিয়ে চড়াও হয়। তারা তাদের জোরপূর্বক বাড়ি থেকে বের করে এনে গুলি করে হত্যা করে। তারপর গাড়ি ও মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

দেশটির এনজিওগুলো বলছে, তেলের দাম কমে যাওয়ায় সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে ভেনিজুয়েলার অভ্যন্তরে অপরাধের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। ভেনিজুয়েলার ‘অবজারভেটরি অব ভায়োলেন্স’ নাম অপরাধ প্রবণতা নিয়ে কাজ করা গোষ্ঠীর প্রতিবেদন অনুসারে, দেশটিতে ২০১৪ সালে বিভিন্ন সহিংসতায় ২৪ হাজার ৯৮০ জন মারা যায়। দেশটিতে বর্তমানে প্রতি লাখে ৮২ জন মারা যায়। ২০১৩ সালে লাখে এ সংখ্যা ছিল মাত্র ৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *