পাবনা সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। ছাগল চুরির ঘটনায় সালিস বৈঠকে বিচার কার্য করতে গিয়ে তিনি খুন হন। নিহতের নাম রিপন হোসেন (৪০)। তিনি হরিনারায়নপুরের বাসিন্দা ও গয়েশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় লোকজন জানায়, গ্রামের এক ব্যক্তির ছাগল চুরিকে কেন্দ্র করে সকালে একটি সালিস বৈঠক হয়। বৈঠকে রিপন বিচারকের দায়িত্ব পালন করেন। বিচারে একপক্ষ চোর সাব্যস্ত হওয়ায় তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। তখন ওই পক্ষের লোকজন তাঁর ওপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে তার ওপর হামলা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তারা বলেন, বিকেল সোয়া ৫টার দিকে রিপন নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম বলেন, ধারণা করা হচ্ছে ওই সালিস বৈঠকে জরিমানা করার জের ধরেই প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।