রোনালদো ও বেনজেমাকে চায় ম্যানইউ

Slider খেলা

2016_05_25_17_50_09_DAZpqMkiCMfVlhqfz7m3SIIDtlAagH_original

 

 

 

 

ঢাকা: পর্তুগীজ কোচ হোসে মরিনহোর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাবেক কোচ ভ্যান গল বরখাস্ত হওয়ার পর ৪৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত মরিনহোকে নেয়ার বিষয় আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মরিনহোকে ক্লাব নিলে সেখানে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা।

এক দিকে মরিনহোর স্বদেশী রোনালদো। অন্য দিকে রিয়াল মাদ্রিদে দু’জন এক সঙ্গে দারুণ সময় কাটিয়েছিলেন। তাই ওল্ড ট্রাফোর্ডে নতুন খেলোয়াড় নেয়ার ক্ষেত্রে তার পছন্দে শীর্ষে রোনালদো।

২০০৯ সালে ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনালদো। ৮০ মিলিয়ন পাউন্ডে তাকে বিক্রি করেছিল ইংলিশ ক্লাবটি। সাত বছর পর সেই ৮০ মিলিয়ন পাউন্ডে তাকে ঘরে ফিরিয়ে আনতে পারবে বলে জানিয়েছে এক এজেন্ট।

ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা জানিয়েছে, মরিনহোর পছন্দের তালিকায় রয়েছেন আরেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। এদিকে জ্লাতান ইব্রাহিমোভিচকে নেয়ার কথাও শোনা যাচ্ছে।

মিরর জানিয়েছে যে ইউনাইটেডের দল-বদলের দায়িত্বে থাকা উডওয়ার্ডকে মরিনহো ইতোমধ্যে এক জন নতুন সেন্টার ব্যাক, রাইট মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার ও সেন্টার ফরোয়ার্ড কিনতে নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *