না ফেরার দেশে কিংবদন্তি অভিনেতা অ্যালান ইয়ং

Slider বিনোদন ও মিডিয়া

 

2016_05_21_15_58_19_HyLpT5iPGQ7GvhvapdZGC9T0wcS3QN_original

 

 

 

 

ঢাকা: না ফেরার দেশে পাড়ি জমালেন সিটকম খ্যাত ‘মিস্টার এড’ শো’র জনপ্রিয় ও কিংবদন্তি ব্রিটিশ অভিনেতা অ্যালান ইয়ং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। গত ১৯ মে তিনি বার্ধক্যজনিত কারণে ‘মোশন পিকচার এন্ড টেলিভিশন’-এর কর্মস্থলে মারা যান।

অ্যালান ইয়ং ছিলেন মূলত একজন পুরোদস্তুর কমেডিয়ান। তিনি রেডিও ও টেলিভিশন মাধ্যমে ব্যাপক জনপ্রিয় ছিলেন। ব্রিটিশ বংশদ্ভুত এই অভিনেতার শিক্ষা জীবনের পুরোটা কাটে কানাডায়। অসংখ্য রিয়েলিটি শো’তে তিনি অংশ নিয়েছেন। তার জনপ্রিয় শোয়ের নাম ‘মিস্টার এড’। যেখানে তারসঙ্গে যোগ দিয়েছিলেন ক্লিন্ট ইস্টউড, ময়ি ওয়েস্ট এবং স্যান্ডি কওফ্যাক্স-এর মত তারকারা।

টিভি শো আর সিরিয়াল ছাড়াও অ্যালান ইয়ং অভিনয় করেছেন বেশকিছু জনপ্রিয় সিনেমাতেও। এরমধ্যে জেন্টলমেন ম্যারি ব্রুনেটস, টম থাম্ব, দ্য ক্যাট ফ্রম আউটার স্পেস এবং দ্য টাইম মেশিনের মত সিনেমা। এছাড়া বিখ্যাত ডিজনি ফিল্ম-এর হয়ে কাজ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *