‘জামানত হারানোর ভয়ে সংলাপে সাড়া নেই’

Slider রাজনীতি

 

14747_fokrul

 

 

 

 

 

সুষ্ঠু নির্বাচনে জামানত হারাবেÑ এই ভয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিএনপির সংলাপের আহ্বানে সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, রাজনৈতিক সংকট সমাধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বারবার সংলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার আহ্বান জানালেও সরকারের কানে পানি যাচ্ছে না। কারণ তারা জানেÑ সংলাপের পর যে সুষ্ঠু নির্বাচন হবে সেখানে তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। এজন্য তারা অত্যাচার-নির্যাতন করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। আজ বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে দলে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাবেক কমিশনার ও চকবাজার থানা বিএনপির আহ্বায়ক প্রয়াত হাজী আজিজ উল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। মির্জা আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসনসহ শীর্ষ  নেতাদের রাজনীতি থেকে দূরে রাখতে সরকার তাদের বিরুদ্ধে একের পর এ মিথ্যা মামলা দিচ্ছে। বিএনপি নেতাকর্মী দিয়ে কারাগারে ভরে ফেলা হচ্ছে। কথা বললেই জেলে নিয়ে নির্যাতন করা হয়। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা মামলা কত দ্রুত শেষ করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এই অবস্থায় বসে থাকবে চলবে না। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে এবং ঐক্যবদ্ধ হয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকারকে বাধ্য করতে হবে। যাতে এই সরকারের হাত থেকে নিস্তার পেয়ে জনগণ দম  ফেলতে পারে। প্রয়াত বিএনপি নেতা হাজী আজিজ উল্লাহর ভূমিকা স্মরণ করে মির্জা আলগমীর বলেন, তিনি বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। এলাকার জনপ্রিয়তার কারণে তিনি বারবার কমিশনার হয়েছেন। অথচ তিনি যখন মারা গেলেন তখনও ১১টি মামলা তার বিরুদ্ধে ছিল। তাকে অনুসরণ করে স্থানীয় নেতাকর্মীরা সামনের দিকে এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ঢাকা মহানগর বিএনপির অনেক নেতা গুম, গুপ্তহত্যা ও নিখোঁজ হয়েছেন। এসময় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টারসহ ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *