গাজীপুর মহানগর ছাত্রলীগ সভাপতি আটকের ঘটনায়ব্যাপক ভাংচূর

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

Gazipur_

স্টাফ করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম

গাজীপুর অফিস: কালিয়াকৈরে ঝুট ব্যবসা নিয়ে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ ও গুলবিনিময়ের পর থানায় আটক গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের মুক্তির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়কের দুই পাশে ও গাড়িতে বিক্ষাপ্ত ভাংচূর হয়েছে।

সোমবার সন্ধ্যার পর গাজীপুর মহানগরের ঢাকা-গাজীপুর রোডের শিববাড়ি, কৃষি গবেষনা গেট, বোর্ডবাজার এবং ঢাকা-টঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় ওই সকল ভাংচূরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিববাড়ি ও কৃষিগেটে ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল ওই সকল ভাংচূর চালায়। বোর্ডবাজার ও কোনাবাড়িতে ছাত্রলীগের শত শত নেতা-কর্মীরা মহাসড়কে মিছিল সমাবেশ করে প্রতিবাদ সভা করেন। এক পর্যায়ে তারা মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে বিক্ষিপ্তভাবে ভাংচূর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) কামরুল ইসলাম ভাংচূরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত: সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালিয়াকৈরর মৌচাক এলাকায় নিটল টাটা গ্রুপের কারখানার পরিত্যাক্ত মালামালের ব্যবসা করে আসছিল কালিয়াকৈর উপজেলা যুবলীগের আহবায়ক হিরু মিয়া ও যুগ্ম আহবায়ক জুয়েল গ্রুপের কর্মীরা। সোমবার সকালে ওই কারখানা থেকে মালামাল বের করার সময় ছাত্রলীগের গাজীপুর মহানগর শাখার সভাপতি মাসুদ এরশাদসহ ছাত্রলীগের কর্মীরা এতে বাঁধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুলিবিনিময়ের ঘটনাও হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে জুয়েল রানা, হিরু মিয়া, জুয়েল, রুমেনসহ ৫জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শিল্প-পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে মাসুদ এরশাদকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ। মাসুদ এরশাদের বাসা গাজীপুর শহরের উত্তরছায়াবীথীর শশ্মানঘাট এলাকায়।

সোমবার রাত সোয়া ৯টায় এই রিপোর্ট লেখার সময় মাসুদ রানা কালিয়াকৈর থানা হাজতে রয়েছেন।

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *