সংসদের বাইরের দলগুলোকে ডাকা হবে: সুরঞ্জিত

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

61159_suranjit
গ্রাম বাংলা ডেস্ক: সুরঞ্জিত সেনগুপ্তসংবিধানের ষোড়শ সংশোধনীতে সংসদের বাইরের দলগুলোকে ডাকা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা জানান।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংসদীয় কমিটির সভাপতি হিসেবে আইনটি আমার কাছে আসবে। যারা সংসদে নেই, আমি তাদেরও ডাকব। তারা তাদের মতামত দিতে পারবে। বিএনপিও চাইলে তারা এতে মতামত দিতে পারবে। সুপ্রিম কোর্ট বার কাউন্সিলকেও ডাকব। তাদের মতামতও নেওয়া হবে। তবে তাদের মতামত গ্রহণ করা হলো না বর্জন করা হলো—এটা বড় কথা নয়। এই মতামত রেকর্ড করা হবে এবং সংসদীয় কমিটির কাছে থাকবে। শতবর্ষ পরেও কেউ দেখতে চাইলে পাবেন।’

সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, বিচারপতিদের অভিশংসনের জন্য সংবিধান সংশোধন করলেই হবে না। এর জন্য আরেকটি আইন লাগবে। ওই আইনটি পাস হলে এখন যে দ্বিধা-দ্বন্দ্ব ও সংশয়ের কথা তারা বলছে, এটা থাকবে না।

‘সরকারে আর আমাদের মন্ত্রী রাখব না’—জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এমন বক্তব্যকে স্বাগত জানান সুরঞ্জিত। তিনি বলেন, ‘এরশাদ ও রওশন এরশাদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটা করলে এরশাদ, তাঁর দল একই সঙ্গে সংসদীয় গণতন্ত্র রক্ষা পাবে। তাঁরা দেশের প্রকৃত বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে। দেশের মানুষের কাছে আস্থা অর্জন করবে। তখন রাস্তার বিরোধী দল হিসেবে বিএনপি হালে পানি পাবে না।’

কৃষক লীগের নেতা নাজির মিয়ার সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *