গাজীপুরে সড়ক দূর্ঘটায় একজন নিহত, প্রতিবাদে বাসে অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ

Slider জাতীয়

images

 

গাজীপুর অফিস: সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হওয়ার প্রতিবাদে জনতা একটি বাসে অগ্নিসংযোগ করে মহাসড়ক অবরোধ করেছেন।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা-ভোগড়া বাইপাস চৌরাস্তার মাঝামাঝি স্থানে ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মটর সাইকেলের দুই আরোহীকে বিআরটিসির একটি দোতলা বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দোতালা বাসটিতে অগ্নিসংযোগ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় বিক্ষিপ্তভাবে বেশ কিছু যানবাহনে ভাঙচূর চালানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রনে বিপুল পরিমান আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন হয়। বেলা ১২ ৩৫ মিনিটের দিকে জনতা সরে গেলে মহাসড়ক পুনরায় চালু হয়।

এদিকে হতাহতদের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। নিহতের লাশ মর্গে আছে। তাৎক্ষনিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *