যশোর : যশোরের ঝিকরগাছার খ্রিস্টান মিশনে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে গণপিটুনিতে লালু ডাকাত নামে একজন নিহত ও আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার মধ্যরাতে উপজেলার শিমুলিয়া গ্রামের খ্রিস্টান মিশনে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি মেহেরপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর আহতরা হলেন-ফরিদপুর জেলার চরবিষ্ণুপুর এলাকার হাফিজুর বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম, একই এলাকার ইংরেজ বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম ও শিবচরের দক্ষিণকামারকান্দি এলাকার সুজন হোসেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহম্মেদ জানান, মধ্যরাতে একদল ডাকাত উপজেলার শিমুলিয়া গ্রামের খ্রিস্টান মিশনে ডাকাতির জন্য হানা দেয়। ডাকাতদল মিশনের দায়িত্বরতদের জিম্মি করে সেখান থেকে এক লাখ ৭০ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন লুট করে। এরপর মিশন থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় মিশনের লোকজন চিৎকার দেয়, কেউ মোবাইল ফোনে একে অপরকে জানায়। এলাকার লোকজন তখন চারদিক থেকে ডাকাতদের ঘেরাও করে গণপিটুনি দেন। এতে লালু ডাকাত নিহত হন। আহত হন আরো তিনজন।
আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, ডাকাতদের লুট করা টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।