‘নির্বাচন শব্দটি গালি হয়ে যাচ্ছে’

Slider রাজনীতি
13044_thumbS_nz
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের নামে যা ঘটছে তাতে মানুষ নির্বাচন শব্দটা আর বেশি সম্মানের সঙ্গে নেবে না। এরপর মানুষ নির্বাচনের কথা আর শুনতে চাইবে না। নির্বাচন শব্দটি গালি হয়ে যাচ্ছে। শনিবার ভোটগ্রহণশেষে নির্বাচন কমিশন সচিবালয় গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল। আধা ঘন্টাব্যাপী বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, তার যথাযোগ্য পরিচিতি হারিয়ে ফেলে। নির্বাচনে এখন যা ঘটছে তাতে নির্বাচনের পদবঞ্চনা হয়। ইসির কাছে কেন্দ্র দখল, জালভোট ও বিভিন্ন অনিয়মের অভিযোগ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রথম ধাপ থেকে চতুর্থ ধাপের ভোট পর্যন্ত নানা অভিযোগ দেয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয় নি। বরং অবনতি হয়েছে। সেই কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন, জোর জবরদস্তি করে ফল নিজেদের পক্ষে আনা, সবই অব্যাহত রয়েছে। তিনি বলেন, সিইসিকে আমরা বরাবরের মতো একই কথা বলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো- সিইসির আশ্বাসের পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। বিএনপির এই জ্যেষ্ঠ্য নেতা আরও বলেন, নির্বাচন ও গণতন্ত্রকে গ্রহণযোগ্য রাখতে আমরা কাজ করে যাচ্ছি। যাতে মানুষ গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে আস্থা স্থাপন করতে পারে। নির্বাচন ও গণতন্ত্রকে টিকিয়ে রাখতে অনিয়ম প্রতিরোধে বিএনপি কাজ করে যাবে। চার ধাপের ভোটের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত দলীয়ভাবে হবে বলে তিনি জানান। তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের বাহক। নির্বাচন নষ্ট হলে গণতন্ত্র নষ্ট হয়ে যায়। এখন যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে নির্বাচন শব্দটা গালি হয়ে যাচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, ভালো কথা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সংস্কার একটি ভালো শব্দ। এক-এগারোর সময় ভালো শব্দটিকে দুর্গন্ধযুক্ত শব্দে পরিণত করা হয়েছে। এখন নির্বাচন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন নির্বাচন শব্দটাকে সম্মানের চোখে  দেখবে না। বিএনপি এই অবস্থার প্রতিরোধ করার চেষ্টা করবে। প্রতিনিধি দলে আরও ছিলেন, দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এই বিভাগের সর্বাধিক পঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *