আ’লীগ নেতাকে সম্মান না করায় ইউএনওকে মারধর

Slider জাতীয়

file

 

ফেনীর পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দারকে জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল বাসার মজুমদার তপন প্রকাশ্যে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধনিকুন্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তপন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জানান, শুক্রবার সকালে বিলোনীয়া স্থলবন্দর পরিদর্শন ও একটি সমাবেশে অংশ নিতে পরশুরাম যাচ্ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় মন্ত্রীকে অর্ভ্যথনা জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ফেনী-পরশুরাম সড়কের ধনিকুন্ড এলাকায় অপেক্ষা করছিলো। মন্ত্রী ঘটনাস্থলে আসার কিছুক্ষণ পূর্বে ওই স্থানে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের উদ্বোধন উপলক্ষে মন্ত্রীকে স্বাগত জানাতে জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল বাসার মজুমদার তপন ও তার নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দার ওই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা তপনকে সম্মান না করায় তপন ইউএনও’র সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে ওই নেতা ও তার কর্মীরা ইউএনও রকিবকে মারধর করেন। খবর পেয়ে জেলা প্রশানের কর্মকর্তারা আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিব হায়দারকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুল করিম জানান, আহত ইউএনও’র মাথায় গুরুত্বর আঘাত পেয়েছে। তার মাথায় সিটিস্ক্যান করানো প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে ফেনী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফেনী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খাইরুল বাশার মজুমদার তপন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ইউএনও আহত হওয়ার খবর পেয়ে তিনি তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে গেছেন। কে বা কারা হামলা করেছে তা তিনি অবগত নন। এঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *