কালিয়াকৈরে আচরণ বিধি ভঙ্গের মধ্য দিয়ে প্রচারণা শেষ

Slider গ্রাম বাংলা

13119095_1772905772850288_7864489269772545616_n

 

গাজীপুর অফিস; নানা উদ্বেগ উৎকণ্ঠা আর আচরণ বিধি ভঙ্গের মধ্য দিয়ে কালিয়াকৈর উপজেলার ৭টি ইউনিয়নের প্রচার প্রচারণা শেষ হয়েছে। শনিবার অনুষ্ঠিত হবে নির্বাচন।

বৃহসপতিবার উপজেলার সব কটি ইউনিয়ন ঘুরে দেখা যায় , নৌকা প্রতীকের প্রার্থীরা প্রচারণার শেষ সময়ে শেষ পথ সভা করতে গিয়ে জনসভা করে ফেলেছেন। আর অন্যান্য প্রার্থীরা আনুষ্ঠানিক কোন সভা করতে পারেননি। সভাগুলোতে সরকার প্রশাসন আওয়ামীলীগের উল্লেখ করে ৭ তারিখে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানানো হয়। আচরণ বিধি লংঘন করে স্কুল মাঠে পথ সভার স্থলে জনসভা করার সময় নিকটেই ভ্রাম্যমান আদালত থাকলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করে নি।

এদিকে নৌকার প্রার্থীরা ছাড়া অন্যান্য প্রায় সকল চেয়ারম্যান প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শংকা প্রকাশ করে বলেছেন, সরকারী দলের প্রার্থী সমর্থকদের ভয় ভীতি ও হুমকির মুখে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসতে সাহস পাচ্ছেন না। ভোটের দিন প্রশাসন সার্বিক নিরাপত্তা দিলে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠান হবে।

সাধারণ ভোটারদের দাবি, সুষ্ঠু ভোট হলে ভোটাররা যোগ্য প্রার্থী নির্বাচনে ভুল করবেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *