গাজীপুরে অবৈধ অ্যালুমিনিয়াম কারখানায় ১৩জন আটক

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

69456_Cable
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : গাজীপুরের কোনাবাড়িতে অবৈধ অ্যালুমিনিয়াম কারখানার সন্ধান লাভ করেছে র‌্যাব-১ সদস্যরা। এসময় ১৩জনকে আটক করা হয়।

অবৈধভাবে নির্মিত ওই কারাখানা থেকে এসময় বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি বৈদ্যুতিক সাব ষ্টেশন প্রকল্পের চুরি হওয়া বিপুল পরিমান বৈদ্যুতিক তারসহ ১৩জনকে আটক হয়।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১ এর শিমুলতলী ক্যাম্প কমান্ডার মেজর জিয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, শক্তিশালী একটি সিন্ডিকেটে রয়েছে। ওদের আটকে অভিযান চলছে। অভিযানের কারণে আটককৃতদের নাম প্রকাশ করা হয়নি।
র‌্যাবের দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

তথ্যমতে, বিবিয়ানা-কালিয়াকৈর সঞ্চালন লাইন স্থাপনের দায়িত্ব প্রাপ্ত পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ (পিজিসিবি) এর নামে আমাদনীকৃত এসব ক্যাবল চট্টগ্রাম বন্দর থেকে প্রকল্প এলাকা কালিয়াকৈরে পৌছানোর আগে স্বল্প সময়ের জন্য কোণাবাড়ির ওই অবৈধ কারখানায় নেয়া হয়। সেখানে ইনটেক্ট ক্যাবল রোলগুলো খুলে কিছু ক্যাবল কেটে রেখে ক্যাবল রোলগুলো আবার পূর্বের ন্যায় বেঁধে ট্রাকে তুলে পৌছানো হয় বিবিয়ানা-কালিয়াকৈর সাব ষ্টেশন প্রকল্প এলাকায়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপূর এলাকায় সাব ষ্টেশনটি স্থাপন করা হচ্ছে।

পিজিসিবি কবিরপুর ১৩২-৩৩ কে.ভি উপ-কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: শাখাওয়াত হোসেন অবৈধ ওই কারখানায় স্থাপিত বিপুল পরিমান ক্যাবল পিজিসিবি-এর বিবিয়ানা-কালিয়াকৈর ৪০ কে.ভি সঞ্চালন লাইনের জন্য কোরিয়া থেকে আমদানী করা হয়েছে বলে সনাক্ত করেন। তিনি বলেন,এসব ক্যাবল অতি মূল্যবান। র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লে.ক. মাসুদ ওই অভিযানের নেতৃত্ব দেন বলে জানান।

জানা গেছে, কেটে রাখা মূল্যবান এ্যালুমিনিয়াম ক্যাবল প্যাস চুল্লীর উচ্চ তাপে গলিয়ে তৈরী করা হয় এ্যালুমিনিয়াম বার। তারপর বাজারে বিক্রি করা হয়। আটককৃতরা জানায়, ঢাকার চক বাজারসহ বিভিন্ন স্থানে রয়েছে এর রমরমা বাজার। অভিনব এই চুরি র‌্যাবের গোয়েন্দাদের কাছে ধরা পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *