ফরিদপুরে ২ শিশু হত্যার ‘দায় স্বীকার’ মায়ের

Slider জাতীয়
004_210230
ফরিদপুরের মধুখালীতে দুই শিশু হত্যার ‘দায় স্বীকার’ করেছে মা তাসলিমা বেগম।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ দাবি করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

ওই দুই শিশু হলো জাহেদ বিন আব্দুল্লাহ ত্বকি (৫) ও ছয়মাস বয়সী মেয়ে তহুরা তারিন।

গত ২ মে সোমবার ভোরে ফরিদপুরের মধুখালী উপজেলার চর বাগাট গ্রামের আব্দুল্লাহ আল মামুন ও তাসলিমা বেগম দম্পত্তির সন্তান  জাহেদ বিন আব্দুল্লাহ ত্বকি  ও ছয়মাস বয়সী মেয়ে তহুরা তারিনের রহস্যজনক মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ঘটনার পর থেকেই শিশুদের মা তাসলিমা পুলিশের বিশেষ নজরদারিতে ছিলেন। বুধবার রাতে মধুখালী থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করেন তিনি। রাতে ঘুমের মধ্যে দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে তাসলিমা জানিয়েছেন। তবে কেন এই হত্যাকাণ্ড তা পরিষ্কার না করলেও ঘুমের মধ্যে ‘গায়েবী আওয়াজে’ শিশুদের হত্যার নির্দেশনা পান বলে দাবি করেন তাসলিমা। ঘটনার সময় শিশুদের বাবা আব্দুল্লাহ আল মামুন তার মায়ের চিকিৎসার জন্য ভারতের ভেলর এ অবস্থান করছিলেন।

হত্যার দায় স্বীকার করার পর শিশুদের দাদা ইউসুফ আলী বাদী হয়ে পুত্রবধূ তাসলিমা বেগমকে একমাত্র আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মধুখালী থানার ওসি রুহুল আমীন জানান, তাসলিমাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *