গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১৫

Slider গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

photo-gazipur

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: কেন্দ্রিয় নির্দেশে গাজীপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়েছেন।

বৃহসপতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে রাত সাড়ে ৮টায় ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, বাবুল অনুষ্ঠান উপস্থাপনা করার সময় প্রতি বক্তার বক্তব্যের ফাঁকে ফাঁকে বেশ কয়েক মিনিট করে নিজের বক্তব্য দেন। এই অবস্থায় অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জয়নাল আবেদীন দাঁড়িয়ে উপস্থাপক ছাইয়েদুল আলম বাবুলকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন।

এই অবস্থায় গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান তার বক্তব্য দীর্ঘায়িত করলে হলরুমে হৈচৈ পড়ে যায়। মেয়রের বক্তব্য শেষে বাবুল উপস্থাপনার অজুহাতে আবার লম্বা বক্তব্য দিতে থাকলে মেয়র ও বাবুল সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে গেলে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কিছু আসবাবপত্র ভাংচূরের ঘটনাও ঘটে। কিছুক্ষন পর সবাই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিঃ জেঃ (অব) আ স ম হান্নান শাহ বিকাল ৫টার দিকে বক্তব্য দিয়ে ঢাকায় চলে যান।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কেন্দ্রিয় নেতা হুমায়ূন কবির খান, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *