শুক্রবারের মধ্যেই দেশে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার তার ব্যক্তিগত ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
ঢাকাসহ চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকার কারণে মানুষ কষ্ট পাওয়ায় দুঃখও প্রকাশ করেন তিনি বলেন, নৌযান ও নৌ পরিবহন শ্রমিকরা গত ১ সপ্তাহ ধরে তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে ধর্মঘট করেছে। যার ফলে সারা দেশে নৌ-পথে জ্বালানি তেল সরবরাহ প্রচণ্ড আকারে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে তেল ভিত্তিক বিদ্যুতকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। একই সাথে তেল না পাওয়ায় ফসলি জমিতে সেচ কাজও স্থবির হয়ে পড়ছে। এ অবস্থায় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং নৌযান মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক করি। বৈঠকে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন মালিকরা।
তিনি বলেন, দেশ যখন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করছে এবং জনগণের সেবার জন্য কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ, তখনই সরকারকে বেকায়দায় ফেলতে গভীর ষড়যন্ত্র করছে একটি স্বার্থান্বেষী মহল। আশাকরি কোন মহলই তাদের দাবি আদায়ের জন্য সাধারণ মানুষকে জিম্মি করবে না