রাবি শিক্ষক হত্যাকাণ্ড: ৩ মে মহাসমাবেশ

Slider জাতীয়

11836_u

 

 

 

 

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ৬ দিন অতিবাহিত হলেও কোনো রহস্য উদ্ধার করতে পারে নি পুলিশ। এদিকে, বৃহস্পতিবার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে শুনানি শেষে শুধু শিবির নেতা হাফিজুর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
অন্যদিকে শিক্ষক হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তার দাবিতে রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চলমান আন্দোলনের পাশপাশি দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে আগামী ৩ মে ক্যাম্পাসে মহাসমাবেশের ডাক দিয়েছে  বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধনোত্তর সমাবেশ থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তন এ সমাবেশের ডাক দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *